
মেহেদী হাসান :=
ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সব ডাকঘর অটোমেশন করার পর আগামী ১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে অটোমেশন সম্পন্ন হয়েছে। তাই এখানে সেভিংসের অপব্যবহারের সুযোগ নেই। কিন্তু পোস্ট অফিসে অটোমেশন নেই। সেখানে অপব্যবহারের সুযোগ রয়েছে। এজন্য সুদের হার বেশি হওয়ায় অনেক ধনী এখানে এসেছেন। তাই সাময়িক সময়ের জন্য এ স্কিমে সুদহার কমানো হয়েছে। তিনি বলেন, ডাকঘর স্কিমে সুদের হার ১১ দশমিক ২ শতাংশে ফেরানোর কথা যেহেতু দিয়েছি তখন কথা রাখবো।