
সুনামগঞ্জ প্রতিনিধি :=
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সভায় করোনা ভাইরাস প্রতিরোধে তাহিরপুর উপজেলার সর্বোচ্চ সতর্কতা নিশ্চিতকরণে সার্বিক প্রস্তুতি,গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার বিজেন ব্যার্নাজি,তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার সুমন চন্দ্র,তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মনোলাল রায়সহ তাহিরপুর উপজেলা প্রশাসনে বিভিন্ন স্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।