
মামুন বাবু :=
বিতর্কিত নাগরিকত্ব আইন ঘিরে ভারতের দিল্লিতে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা পরিকল্পিত। এ দাঙ্গায় কোনো হিন্দু বা মুসলিম মারা যায়নি বরং ৫২ জন ভারতীয় মারা গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সংসদে দিল্লি সহিংসতা নিয়ে প্রথমবার মুখ খুলে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পরিকল্পিত এ দাঙ্গার সময় ফেসবুকে প্রচুর ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এছাড়াও দিল্লি সহিংসতায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলে হুশিয়ার করে দোষীদের চিহ্নিত করে পুলিশ প্রশাসন শাস্তি দেয়ার ব্যবস্থা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দাঙ্গা মোকাবিলায় দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দাঙ্গা শুরু হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে দিল্লি পুলিশ। সেজন্য তাদের বাহবা প্রাপ্য।
অমিত শাহ বলেন, যাদের দোকান পুড়েছে তাদের ক্ষতিপূরণ দেবে সরকার। সেজন্য ভিডিয়োগ্রাফি করে ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে।