শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মার্কিন বিমান হামলায় ইরাকের ২৬ যোদ্ধা নিহত

(FILES) In this file photo taken on November 12, 2018 an Iraqi Shiite fighter of the Hashed al-Shaabi paramilitary force secures the border in al-Qaim in the Anbar province, opposite Albu Kamal in Syria's Deir Ezzor region. - An air strike killed 26 fighters of Iraqi paramilitary group Hashed al-Shaabi in eastern Syria after a deadly attack on US-led coalition troops in Iraq, a war monitor said on March 12, 2020. Updating its toll for the Marcg 11 strike, the Britain-based Syrian Observatory for Human Rights said it was probably carried out by the coalition. The coalition did not immediately provide comment. Before the strike near the border town of Albu Kamal, rockets were fired at a military base north of Baghdad hosting coalition troops, killing two Americans and one Briton. (Photo by AHMAD AL-RUBAYE / AFP)

নুরুজ্জামান লিটন :=

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার পর সিরিয়ার পশ্চিমাঞ্চলে বিমান হামলায় আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা এমন খবর দিয়েছে। বুধবারের হামলার হালনাগাদ তথ্য দিতে গিয়ে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মার্কিন জোট এই হামলা চালিয়েছে বলে তারা আশঙ্কা করছেন।

তবে এ জোটের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সীমান্ত শহর আলবু কামালের কাছে এই বিমান হামলার আগে উত্তর বাগদাদের মার্কিন জোটের ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট গিয়ে আঘাত হানে।এতে এক মার্কিন সেনা, এক মার্কিন ঠিকাদার ও এক ব্রিটিশ সেনা নিহত হয়। বিদেশি সেনাদের অবস্থান করা ইরাকি ঘাঁটিতে এটাই সবচেয়ে বড় প্রাণঘাতি হামলা।

যদিও তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র এই আধাসামরিক গোষ্ঠীর ওপরই দায় চাপিয়ে আসছে।এদিকে মার্কিন বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইরাকের শীর্ষ রাজনীতিবিদরা। বুধবার তাজ বিমান ঘাঁটিতে অন্তত ১৮টি রকেট আঘাত হানে বলে এএফপির খবরে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে ইরাকি সামরিক বাহিনী জানায়, এই হামলা মারাত্মক নিরাপত্তা চ্যালেঞ্জ। নতুন একটি তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দেয় তারা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

মার্কিন বিমান হামলায় ইরাকের ২৬ যোদ্ধা নিহত

প্রকাশের সময় : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
নুরুজ্জামান লিটন :=

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার পর সিরিয়ার পশ্চিমাঞ্চলে বিমান হামলায় আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা এমন খবর দিয়েছে। বুধবারের হামলার হালনাগাদ তথ্য দিতে গিয়ে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মার্কিন জোট এই হামলা চালিয়েছে বলে তারা আশঙ্কা করছেন।

তবে এ জোটের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সীমান্ত শহর আলবু কামালের কাছে এই বিমান হামলার আগে উত্তর বাগদাদের মার্কিন জোটের ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট গিয়ে আঘাত হানে।এতে এক মার্কিন সেনা, এক মার্কিন ঠিকাদার ও এক ব্রিটিশ সেনা নিহত হয়। বিদেশি সেনাদের অবস্থান করা ইরাকি ঘাঁটিতে এটাই সবচেয়ে বড় প্রাণঘাতি হামলা।

যদিও তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র এই আধাসামরিক গোষ্ঠীর ওপরই দায় চাপিয়ে আসছে।এদিকে মার্কিন বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইরাকের শীর্ষ রাজনীতিবিদরা। বুধবার তাজ বিমান ঘাঁটিতে অন্তত ১৮টি রকেট আঘাত হানে বলে এএফপির খবরে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে ইরাকি সামরিক বাহিনী জানায়, এই হামলা মারাত্মক নিরাপত্তা চ্যালেঞ্জ। নতুন একটি তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দেয় তারা।