মামুন বাবু :=“কিয়ারার কেমন পুরুষ পছন্দ?” বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রূপ ও অভিনয় গুণে অল্প সময়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।গত বছর মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত সিনেমা কবির সিং। বহুল আলোচিত এই সিনেমায় শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেন তিনি। এতে এই জুটির রোমান্স ভক্তদের মন কেড়েছে। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।অনেকদিন ধরেই বলিপাড়ায় কিয়ারার প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও এই অভিনেত্রী দাবি করছেন তিনি এখনো সিঙ্গেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেমন পুরুষ পছন্দ প্রশ্ন করা হলে কিয়ারা বলেন, ‘এমন কেউ যিনি সৎ, আমাকে হাসাতে পারবে এবং আমার কৌতুক শুনেও হাসবে। অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে। এমন কেউ যিনি খুব দয়ালু। সবাইকে সম্মান করবে। কারণ অন্যের সঙ্গে কেমন আচরণ করছেন তা দিয়ে আপনার ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। কেউ একজন যিনি সবকিছুতে অকপট।’দেশভক্তি নিয়ে উগ্রতা পছন্দ করেন না এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার জীবন থেকে তাদের বাদ দিয়ে দিই। সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এবং সব পার্টিতে প্রাণ হিসেবে থাকে এমন মানুষই আমার পছন্দ।বর্তমানে ভুল ভুলাইয়া-টু সিনেমার শুটিং করছেন কিয়ারা। এছাড়া লক্ষ্মী বোম্ব, ইন্দু কি জওয়ানি এবং শেরশাহ সিনেমায় দেখা যাবে তাকে। |
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বলিউড অভিনেত্রী”কিয়ারার কেমন পুরুষ পছন্দ?”
-
নিজস্ব সংবাদদাতা
- প্রকাশের সময় : ০৭:২৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- ৩১৫
জনপ্রিয়