
পূর্ণাঙ্গ বিনোদন দিতে পারবে ছবিটি’" ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবি দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আগামী ২০ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। নায়িকা বিশ্বাস করেন, ছবিটি ভক্তদের পূর্ণাঙ্গ বিনোদন দিতে পারবে।দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপু বিশ্বাসের নায়ক বাপ্পি। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি হয়েছেন তারা। ছবিটি নিয়ে অপু বিশ্বাসের উচ্ছ্বাসও বেশি। কারণ, দীর্ঘদিন পর দর্শকের সামনে আসছেন তিনি। এ প্রসঙ্গে অপু বলেন, ‘সুন্দর একটি ছবি এটি।এতে অভিনয়ের সময়ই মনে হয়েছিল দর্শক এটি গ্রহণ করবেন। কারণ ছবিটি পুরোপুরি মজার একটা গল্পের। অনেকটা কমেডি ঘরানার। সিনেমাহলে গিয়ে দর্শক হাসতে হাসতে বের হতে পারবেন। ছবিটি তাদের পূর্ণাঙ্গ বিনোদন দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।’ দর্শকদের ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকদিন পর প্রাণ খুলে হাসার মতো একটি ছবি প্রেক্ষাগৃহে আসছে। পরিবারের সবাইকে নিয়ে এটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’এ ছবির পর প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে তাকে পাওয়া যাবে কিনা জানতে চাইলে অপু বলেন, ‘সেটা সময়ে দেখা যাবে।’ তবে তিনি চেষ্টা করছেন নিজেকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার। কারণ মা হওয়ার পর স্বাস্থ্য কিছুটা বেড়েছে। হাতে যে ছবির প্রস্তাব আসছে না তা নয়।তিনি বলেন, ‘ছবির প্রস্তাব আসছে। তবে সেটি আমার মনমতো হচ্ছে না। আমার এখনকার যে অবস্থান সেটি বিবেচনা করে গল্প আসতে হবে। অন্যথায় অভিনয় করা হবে না। তাই অনেক পরিচালককেই সসম্মানে না বলতে হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho