
মুজিবর্ষেই শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে : প্রতিমন্ত্রী স্বপন” alt=”মুজিবর্ষেই শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে : প্রতিমন্ত্রী স্বপন” পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, শিক্ষকদের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার বেতন স্কেল দ্বিগুণ করাসহ তাদের কল্যাণে কাজ করছে। মুজিবর্ষেই শিক্ষকদের মাধ্যমে নতুন করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে। ইতোমধ্যে সরকার মুজিববর্ষকে সেরাবর্ষ ঘোষণা করেছে। বেকারত্ব হ্রাস করার লক্ষ্যে শিক্ষিত মেধাবি যুবকদের বিনামূল্যে চাকরির ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের মেধাবি হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও মনোযোগী হতে হবে। এ সময় স্কুল-কলেজ ও মাদ্রাসা ভবনসহ শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরেন মন্ত্রী।<br>প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী। উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌসের সভাপতিত্বে এসময় আরেও বক্তৃতা করেন ওসি রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স কর্মকর্তা মকবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জহির উদ্দিন, মুন্নী বেগম ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহমেদ শফি। রে সন্ধ্যায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপজেলা পাড়ালা-সাতগাতি মহাশ্মশানে চার দিনব্যাপী মহানামযঞ্জানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। শ্মশান কমিটির সভাপতি ও নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মাদ আলী, মশিয়ূর রহমান, শেখর চন্দ্র রায়, মনিরুজ্জামান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুবোধ কুমার সরকার, সম্পাদক মুজিবুর রহমান, ডা. আতিয়ার রহমান প্রমুখ।