মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি :=
বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া (১৩)নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া কাকচিড়া এলাকার দেলোয়ার নাইবের মেয়ে।
পরিবারের সূত্রে জানা যায় দুপুর ১২টার দিকে পুকুর থেকে অন্য পুকুরে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি নেওয়ার সময় সুমাইয়া বৈদ্যুতিক পাম্পে হাত দেওয়ায় সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট মারা যায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার কথা শুনে আমি পুলিশ পাঠিয়েছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর লাশ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।