বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যশোরের শার্শায় ইতালি ফেরত ব্যক্তি কোয়ারেন্টাইনে

মামুন বাবু :=

যশোরের শার্শায় এসএম আব্দুর রশিদ (৫৩) নামে এক ইতালি ফেরত ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।
ইতালি থেকে ফিরে আসা আব্দুর রশিদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মৃত রাহাতুল্লার ছেলে।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, আব্দুর রশিদ ১৩ই মার্চ ইতালি থেকে বিমান যোগে আবুধাবী বিমান বন্দরে অবতরণ করার পর বাংলাদেশ এয়ার লাইন্সে করে দেশে ফিরে আসেন।
গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার জামতলা বাজারে তাকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
প্রশাসন রাতেই তাকে বাইরে ঘুরা ফেরা না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এবং তাকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। সার্বক্ষনিক তার গতি বিধি লক্ষ্য করার জন্য ২জন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ইতালি থেকে ফিরে আশা আব্দুর রশিদকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সজাগ রয়েছে।
এদিকে ইতালি থেকে গ্রামে ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। সে যেন ১৪দিনের আগে বাড়ির বাইরে আসতে না পারে সে ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসি দাবি করেছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

যশোরের শার্শায় ইতালি ফেরত ব্যক্তি কোয়ারেন্টাইনে

প্রকাশের সময় : ১১:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

মামুন বাবু :=

যশোরের শার্শায় এসএম আব্দুর রশিদ (৫৩) নামে এক ইতালি ফেরত ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।
ইতালি থেকে ফিরে আসা আব্দুর রশিদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মৃত রাহাতুল্লার ছেলে।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, আব্দুর রশিদ ১৩ই মার্চ ইতালি থেকে বিমান যোগে আবুধাবী বিমান বন্দরে অবতরণ করার পর বাংলাদেশ এয়ার লাইন্সে করে দেশে ফিরে আসেন।
গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার জামতলা বাজারে তাকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
প্রশাসন রাতেই তাকে বাইরে ঘুরা ফেরা না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এবং তাকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। সার্বক্ষনিক তার গতি বিধি লক্ষ্য করার জন্য ২জন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ইতালি থেকে ফিরে আশা আব্দুর রশিদকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সজাগ রয়েছে।
এদিকে ইতালি থেকে গ্রামে ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। সে যেন ১৪দিনের আগে বাড়ির বাইরে আসতে না পারে সে ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসি দাবি করেছেন।