
তানজীর মহসিন অংকন :=
নিজে সচেতন হই, অন্যেকে সচেতন করি, তাহলে রক্ষা পাবে পরিবার,রক্ষা পাবে সমাজ ও দেশ। এই শ্লোগানকে সমানে রেখে
করোনা ভাইরাস সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধির জন্য আমরা BFO-98 এর পক্ষ থেকে বেনাপোল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BFO-98 এর বন্ধুবর স্বেচ্ছাসেবকলীগ নেতা জুলফিকার আলি মন্টু ,হাফিজুর রহমান, আশরাফুল আলম উজ্জ্বল, মোঃ ইদ্রিস আলী, কে এম সানোয়ার হোসেন রিমন, ফরহাদ হোসেন শাওন, বকুল হোসেন, সামান্ত দেবনাথ, আজগর আলী, মিলন হুসাইন, হালান শরীফ, রেজাউল ইসলাম, তবিবর, জাহাঙ্গীর, সাহাবুল, সবুজ রফিকুল সহ আরো অনেকে।
মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এর মাধ্যমে মহান আল্লাহ তায়ালা দেশ ও জাতি কে এই মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করুক, আমিন। ভালো থাকুক বন্ধুরা, ভালো থাকবে সংগঠন এই প্রত্যাশা সংগঠনটির।