শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কেউ অতিরিক্ত কেনাকাটা করবেন না: বাণিজ্যমন্ত্রী

নজরুল ইসলাম :=

জনগণকে বাজারে গিয়ে অতিরিক্ত কেনাকাটা না করার অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, অন্যান্য বছরের চেয়ে এবার ২৫ থেকে ৩০ শতাংশ আমদানি বেশি হয়েছে, তাই পণ্যের কোনো সংকট হবে না।

বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে সেই খবর আমরা গতকালই (মঙ্গলবার) পেয়েছি। তাই গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সংবাদ সম্মেলন করব। টিপু মুনশি বলেন, একশ্রেণির মানুষ আছে, তারা বাজারে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের নিত্যপণ্যের অনেক জোগান রয়েছে এবার। চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো আছে। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে। রমজান উপলক্ষে বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে টিসিবি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

কেউ অতিরিক্ত কেনাকাটা করবেন না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
নজরুল ইসলাম :=

জনগণকে বাজারে গিয়ে অতিরিক্ত কেনাকাটা না করার অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, অন্যান্য বছরের চেয়ে এবার ২৫ থেকে ৩০ শতাংশ আমদানি বেশি হয়েছে, তাই পণ্যের কোনো সংকট হবে না।

বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে সেই খবর আমরা গতকালই (মঙ্গলবার) পেয়েছি। তাই গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সংবাদ সম্মেলন করব। টিপু মুনশি বলেন, একশ্রেণির মানুষ আছে, তারা বাজারে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের নিত্যপণ্যের অনেক জোগান রয়েছে এবার। চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো আছে। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে। রমজান উপলক্ষে বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে টিসিবি।