
পূর্ব ঘোষনা ছাড়াই আমদানি-রফতানি বানিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পেট্রাপোল বন্দরে ৬ হাজার পন্য বোঝাই ট্রাক আটকে আছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়। বিশেষ করে শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্্িরটজ এর কাঁচা মাল আটকে থাকায় গার্মেন্টস ইন্ডাস্্িরটজ এর উৎপাদন বন্ধ হওয়ার আশংকা রয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে দিয়ে বলা হয়, লকডাউনের সময়ে কলকাতাসহ অন্য শহরগুলোতে আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সবকিছু বন্ধ থাকবে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, রাজ্য সরকার কলকাতাসহ আশপাশের শহরগুলোতে ২৩-২৭ মার্চ লকডাউন ঘোষণা করায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রাসিদুল ইসলাম জানান, দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে কাজকর্ম চলছে স্বাভাবিক গতিতে। বন্দর থেকে পন্য ডেলিভারি দেয়া হচ্ছে দ্রুত।
বেনাপোল বন্দরের পরিচালক মামুনুর রহমান জানান, দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকায় সকাল থেকে কোন পন্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি এবং বাংলাদেশ থেকে কোন পন্য ভারতে রফতানি হয়নি। তবে বন্দর থেকে মালামাল ডেলিভারি দেয়া হচ্ছে। সকাল থেকে ৭৫ ট্রাক ম্লাামাল ডেলিভারি দেয়া হয়েছে।
প্রেরক:Ñ কামাল হোসেন । বেনাপোল প্রতিনিধি। তারিখ:Ñ ২৩/৩/২০
মোবা--০১৭১১৯৫৫৬২২
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho