প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘সামাজিক দূরত্ব বাড়ানোর জন্য আমরা যে কঠিন লড়াই লড়ছি, তার কোনও ব্যবস্থা না রেখে ভারত সরকার এখনও উড়ান যাতায়াত অব্যাহত রাখায় কোয়রান্টিন বিধি এবং শাটডাউনের ব্যবস্থার সাঙ্ঘাতিক ক্ষতি হচ্ছে।’’ মোদীকে মমতার অনুরোধ— রাজ্যে লকডাউন যাতে আক্ষরিক অর্থেই কার্যকর করা যায়, তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গে কোনও উড়ান আসা অবিলম্বে বন্ধ করে দিন।

প্রধানমন্ত্রীকে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি।
করোনা পরিস্থিতির মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার কী কী পদক্ষেপ করেছে, তা-ও অল্প কথায় চিঠিতে লিখে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিস্তীর্ণ অংশে সোমবার বিকেল থেকে লকডাউন (ক্রিটিক্যাল সেফটি রেস্ট্রিকশন) জারি হচ্ছে, বাইরের রাজ্য থেকে বাস আসা বন্ধ করে দেওয়া হয়েছে, রাজ্যের ভিতরেও গণপরিবহণ ব্যবস্থার উপরে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে বলে মোদীকে জানিয়েছেন মমতা। কিন্তু উড়ান আসা যদি অব্যাহত থাকে এবং বাইরে থেকে পশ্চিমবঙ্গে লোকজন ঢোকা যদি না থামে, তা হলে পরিস্থিতি সামাল দেওয়া যে আরও কঠিন হয়ে পড়তে পারে— সে কথাই এ দিন প্রধানমন্ত্রীকে বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।