শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তালু নয়, হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন বাহু দিয়ে

স্টাফ রিপোর্টার :=

কোভিড-১৯’ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে হাঁচি, কাশির সময় তালু নয়, বাহু (‘আর্ম’) দিয়েই নাক, মুখ ঢাকা উচিত। ‘হু’ জানিয়েছে, করোনার সংক্রমণ এড়ানোর জন্য এটাই অন্যতম সহজ আর বাস্তবসম্মত উপায়। কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক, মুখ ঢাকতে বলা হচ্ছে?

সাধারণত হাঁচি-কাশির সময়ে আমরা হাতের তালুকেই ব্যবহার করি থাকি। ফলে হাঁচির সময় মুখ থেকে বেরিয়ে আসে বিন্দু আকারে জলজাতীয় কফ। ওতেই থাকে লক্ষ কোটি জীবাণু। ফলে, সেই ড্রপলেটসে যদি কোভিড-১৯-এর ভাইরাস থাকে, তা হলে তা সহজেই বাতাসে মিশতে পারে। এর পরিবর্তে যদি বাহুর ব্যবহার হয়, তবে সেই ভয়টা থাকে না। ফলে, হাত নয় বাহু দিয়ে নাক, মুখ ঢাকলে কোভিড-১৯-এর মতো ভাইরাস বাতাসে মেশার তেমন সুযোগ পায় না। তাই এ ক্ষেত্রে বাহুর ব্যবহার করাটাই সবচেয়ে ভাল।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

তালু নয়, হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন বাহু দিয়ে

প্রকাশের সময় : ০৭:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার :=

কোভিড-১৯’ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে হাঁচি, কাশির সময় তালু নয়, বাহু (‘আর্ম’) দিয়েই নাক, মুখ ঢাকা উচিত। ‘হু’ জানিয়েছে, করোনার সংক্রমণ এড়ানোর জন্য এটাই অন্যতম সহজ আর বাস্তবসম্মত উপায়। কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক, মুখ ঢাকতে বলা হচ্ছে?

সাধারণত হাঁচি-কাশির সময়ে আমরা হাতের তালুকেই ব্যবহার করি থাকি। ফলে হাঁচির সময় মুখ থেকে বেরিয়ে আসে বিন্দু আকারে জলজাতীয় কফ। ওতেই থাকে লক্ষ কোটি জীবাণু। ফলে, সেই ড্রপলেটসে যদি কোভিড-১৯-এর ভাইরাস থাকে, তা হলে তা সহজেই বাতাসে মিশতে পারে। এর পরিবর্তে যদি বাহুর ব্যবহার হয়, তবে সেই ভয়টা থাকে না। ফলে, হাত নয় বাহু দিয়ে নাক, মুখ ঢাকলে কোভিড-১৯-এর মতো ভাইরাস বাতাসে মেশার তেমন সুযোগ পায় না। তাই এ ক্ষেত্রে বাহুর ব্যবহার করাটাই সবচেয়ে ভাল।