
নজরুল ইসলাম :=
দেশে করোনাভাইরাস প্রতিরোধ ও দেশের নাগরিকদের মুক্ত রাখতে ২১ দিনের কারফিউ ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছে। অমান্যকারীদের ১০ হাজার রিয়াল (২ লাখ ২৬ হাজার টাকা) জরিমানা করারও ঘোষণা দেন বাদশাহ।
আগামী ২১ দিনের জন্য স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছে সরকার।
সৌদি আরব সরকারের বরাত দিয়ে এসপিএ আরও জানিয়েছে, নিরাপত্তা সংশ্লিষ্ট, সামরিক, মিডিয়া এবং স্বাস্থ্য ও পরিসেবাখাতে নিয়োজিত কর্মচারীরা কারফিউর আওতামুক্ত থাকবে। এ ছাড়া সরকারি আদেশে অতি জরুরি কাজ ছাড়া নাগরিকদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
সরকারি এ আদেশ শুধুমাত্র দেশি নাগরিকদের জন্যই নয়। কারফিউ চলাকালীন কোনো প্রবাসী এ আইন ভঙ্গ করলে তাকেও ১০ হাজার রিয়াল জরিমানা করার কথা বলেছে সরকার।
সৌদি আরবে প্রায় ২০ লাখ বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন। নভেল করোনাভাইরাসের এই দিনগুলোতে আদেশে মেনে দেশটির সরকারকে সহায়তা করতে অনুরোধ করেছেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।