শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা জৈব অস্ত্র কিনা তদন্ত করছে ইরান

সাজ্জাদুল ইসলাম সৌরভ:=

করোনাভাইরাসকে ইরানের মানুষের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে তেহরান। ইরানের বিজ্ঞানী এবং গোয়েন্দা বিষয়ক বিশেষজ্ঞরা এ কাজে নেমেছেন।

করোনাবিরোধী লড়াইয়ের ইরানের জাতীয় সদর দফতরের অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত জেনারেল নাসরুল্লাহ ফাতিয়ান সোমবার একথা জানিয়েছেন। ভিডিও লিংকের মাধ্যমে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। খবর পার্সটুডের।

তিনি বলেন, করোনাভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের আশংকার যে কথা শোনা যাচ্ছে তা উড়িয়ে দেয়া হয়নি। এ ধরনের সব সম্ভাবনাকে সবদিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।

নাসরুল্লাহ ফাতিয়ান বলেন, ইরানি জনগোষ্ঠীর জেনেটিক গঠনকে কেন্দ্র করে এবং তাদের ওপর হামলার জন্য এ ভাইরাস তৈরি করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা করা হয়। এসব জল্পনা-কল্পনাও পরীক্ষা করে দেখা হবে।

ইরানে এখন পর্যন্ত ২৩ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন এবং নিহত হয়েছেন ১৮১২ জন। তবে সম্প্রতি করোনায় আক্রান্তের হার ইরানে উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

করোনা জৈব অস্ত্র কিনা তদন্ত করছে ইরান

প্রকাশের সময় : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
সাজ্জাদুল ইসলাম সৌরভ:=

করোনাভাইরাসকে ইরানের মানুষের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে তেহরান। ইরানের বিজ্ঞানী এবং গোয়েন্দা বিষয়ক বিশেষজ্ঞরা এ কাজে নেমেছেন।

করোনাবিরোধী লড়াইয়ের ইরানের জাতীয় সদর দফতরের অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত জেনারেল নাসরুল্লাহ ফাতিয়ান সোমবার একথা জানিয়েছেন। ভিডিও লিংকের মাধ্যমে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। খবর পার্সটুডের।

তিনি বলেন, করোনাভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের আশংকার যে কথা শোনা যাচ্ছে তা উড়িয়ে দেয়া হয়নি। এ ধরনের সব সম্ভাবনাকে সবদিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।

নাসরুল্লাহ ফাতিয়ান বলেন, ইরানি জনগোষ্ঠীর জেনেটিক গঠনকে কেন্দ্র করে এবং তাদের ওপর হামলার জন্য এ ভাইরাস তৈরি করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা করা হয়। এসব জল্পনা-কল্পনাও পরীক্ষা করে দেখা হবে।

ইরানে এখন পর্যন্ত ২৩ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন এবং নিহত হয়েছেন ১৮১২ জন। তবে সম্প্রতি করোনায় আক্রান্তের হার ইরানে উল্লেখযোগ্য হারে কমে এসেছে।