
শরীয়তপুর প্রতিনিধি :=
শরীয়তপুরে করোনাভাইরাসের ওষুধ তৈরির দাবি করায় আলতাফ কবিরাজ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার আংগারিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। আটক আলতাফ কবিরাজ উপজেলার আংগারিয়া ইউনিয়ন সিঙ্গারিয়া গ্রামের বাসিন্দা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুর রহমান শেখ বলেন, করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছাড়ানোর কারণে ওই কবিরাজকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।