রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তাহিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের সহযোগীতায় সেনাবাহিনীর টহল ও প্রচারণা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনেরসহযোগীতায় সেনাবাহিনী টহল ও  বিভিন্ন দিকনির্দেশনা মূলক প্রচারণাছালিয়েছে। আর হঠ্যৎ করেইবাজারে টহল দেওয়ার সবার মাঝে ভয় কাজ করছিল। দোকানপাট বন্ধ থাকলেও একবারেইমানুষের চলাচল কম ছিল।শুক্রবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা সদরের বাজারে ও বাদাঘাট
বাজার,আনোয়ারপুর,বালিজুরী বাজারের ব্যবসায়ী ওশ্রমজীবী মানুষের মাঝে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সকল নির্দেশ মেনে
চলার জন্য সাধারন জনগনকে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে প্রশাসনের সহেযোগীতায়সেনাবাহিনী,উপজেলানির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি উপজেলায় সব দোকানপাটসহ রেস্টুরেন্টেসাধারণ মানুষের জনসমাগম,আড্ডা বন্ধ রাখতে,ভাল ভাবে সাবান দিয়ে হাত
পরিস্কার,জনসমাগন এড়িয়ে চলতে,প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের নাহতে,শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সন্ধ্যা ৭টা পর্যন্তখোলা রাখা ও সবাইকে মাস্ক ব্যবহার করাসহ বিভিন্ন দিক নিদের্শনা মূলকঘন্টা ব্যাপী মাইকে প্রচারনা চালায়।
এসময় বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগনউপস্থিত ছিলেন।ব্যবসায়ী সামায়ুন কবির জানান,আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনহতে হবে তাহলে এই করোনা ভাইরাস প্রতিরোধ কার সম্ভব হবে। সকালেসেনাবাহিনীর টহল ও করোনা ভাইরাস প্রতিরোধ হ্যান্ড মাইকে প্রচার চালায়।এতে যারা বাজারের ছিল তারা আগ্রহ নিয়ে সেই প্রচার শুনেছে।উপজেলা সদর ইউনিয়ন পরিষদের মেম্বার হুমায়ুন আহমদ জানান,সকালে বাজারে হঠাৎকরে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে বাজারে টহল দেয় ও প্রচারনা চালায়। এটিএকটি ভাল উদ্যোগ। বাজারে যারা ছিল সবাই আগ্রহ নিয়ে শুনেছে। প্রশাসনেরপক্ষ থেকেও প্রচারনা চালানো হয়েছে।
বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারন সম্পাদক মাসুকমিয়া  জানান,দুপুরে সেনাবাহিনীর সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তার একসাথেই হ্যান্ড মাইকে করোনা ভাইরাস ররাধে প্রচার চালায়। এবং সবাইকে সর্তক
থাকার আহবান জানান।

উল্লেখ্য,সকল প্রকার গন জমায়েত। তাছাড়াও শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয়জিনিসপত্রের দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ,উপজেলায় সবদোকানপাটসহ রেস্টুরেন্টে সাধারণ মানুষের জনসমাগম,আড্ডা বন্ধের নির্দেশদেওয়া হয়েছে। এর ব্যাথয় ঘটলে তাদের বিরুদ্ধে প্রমাণসহ (ছবি ও ভিডিও)স্থানীয় প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরকাছে জানানোর জন্য অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও পরিবর্তীনির্দেশনা না দেওয়া পর্যন্ত গবাধি পশুর হাট বাজারে ও বিভিন্ন এনজিওরকিস্তি টাকা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা না মানলে কঠোরআইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

জবি উদ্ভিদ বিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

তাহিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের সহযোগীতায় সেনাবাহিনীর টহল ও প্রচারণা

প্রকাশের সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনেরসহযোগীতায় সেনাবাহিনী টহল ও  বিভিন্ন দিকনির্দেশনা মূলক প্রচারণাছালিয়েছে। আর হঠ্যৎ করেইবাজারে টহল দেওয়ার সবার মাঝে ভয় কাজ করছিল। দোকানপাট বন্ধ থাকলেও একবারেইমানুষের চলাচল কম ছিল।শুক্রবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা সদরের বাজারে ও বাদাঘাট
বাজার,আনোয়ারপুর,বালিজুরী বাজারের ব্যবসায়ী ওশ্রমজীবী মানুষের মাঝে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সকল নির্দেশ মেনে
চলার জন্য সাধারন জনগনকে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে প্রশাসনের সহেযোগীতায়সেনাবাহিনী,উপজেলানির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি উপজেলায় সব দোকানপাটসহ রেস্টুরেন্টেসাধারণ মানুষের জনসমাগম,আড্ডা বন্ধ রাখতে,ভাল ভাবে সাবান দিয়ে হাত
পরিস্কার,জনসমাগন এড়িয়ে চলতে,প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের নাহতে,শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সন্ধ্যা ৭টা পর্যন্তখোলা রাখা ও সবাইকে মাস্ক ব্যবহার করাসহ বিভিন্ন দিক নিদের্শনা মূলকঘন্টা ব্যাপী মাইকে প্রচারনা চালায়।
এসময় বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগনউপস্থিত ছিলেন।ব্যবসায়ী সামায়ুন কবির জানান,আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনহতে হবে তাহলে এই করোনা ভাইরাস প্রতিরোধ কার সম্ভব হবে। সকালেসেনাবাহিনীর টহল ও করোনা ভাইরাস প্রতিরোধ হ্যান্ড মাইকে প্রচার চালায়।এতে যারা বাজারের ছিল তারা আগ্রহ নিয়ে সেই প্রচার শুনেছে।উপজেলা সদর ইউনিয়ন পরিষদের মেম্বার হুমায়ুন আহমদ জানান,সকালে বাজারে হঠাৎকরে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে বাজারে টহল দেয় ও প্রচারনা চালায়। এটিএকটি ভাল উদ্যোগ। বাজারে যারা ছিল সবাই আগ্রহ নিয়ে শুনেছে। প্রশাসনেরপক্ষ থেকেও প্রচারনা চালানো হয়েছে।
বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারন সম্পাদক মাসুকমিয়া  জানান,দুপুরে সেনাবাহিনীর সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তার একসাথেই হ্যান্ড মাইকে করোনা ভাইরাস ররাধে প্রচার চালায়। এবং সবাইকে সর্তক
থাকার আহবান জানান।

উল্লেখ্য,সকল প্রকার গন জমায়েত। তাছাড়াও শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয়জিনিসপত্রের দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ,উপজেলায় সবদোকানপাটসহ রেস্টুরেন্টে সাধারণ মানুষের জনসমাগম,আড্ডা বন্ধের নির্দেশদেওয়া হয়েছে। এর ব্যাথয় ঘটলে তাদের বিরুদ্ধে প্রমাণসহ (ছবি ও ভিডিও)স্থানীয় প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরকাছে জানানোর জন্য অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও পরিবর্তীনির্দেশনা না দেওয়া পর্যন্ত গবাধি পশুর হাট বাজারে ও বিভিন্ন এনজিওরকিস্তি টাকা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা না মানলে কঠোরআইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে।