শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হাতীবান্ধায় ৩০০ বস্তা চাল সহ খাদ্য সামগ্রী বিতরণ হতদরিদ্রদের মাঝে

মোস্তাফিজুর রহমান : লালমনিরহাট প্রতিনিধিঃ= 
বাহিরে বের হওয়া নিষেধাজ্ঞায় খাদ্য সংকটের আশংকায় অস্বচ্ছল ও হতদরিদ্র ৩০০পরিবারের মাঝে ৩০০ বস্ততা চাল খাদ্য সামগ্রী   দুর্যোগ ব্যবস্হাপনা ও এাণ মন্ত্রণালয়ের অধিনে এ ত্রাণ বিতারণ করেন হাতীবান্ধা  উপজেলা প্রশাসন।শনিবার  (২৮মার্চ)  সকাল থেকে দুপুর পর্যন্ত  উপজেলা চত্বরে, মেডিকেল মোড়, হাটখোলা বাজার এলাকায় থাকা অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন   -‌বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামন রোধে বাহিরে না বের হতে সরকারী ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।বাহিরে বের হতে না পারলে খাদ্যের সংকট দেখা দিবে রিকশা চালক দিন মজুরও ভিক্ষুকদের পরিবারে।তাই ত্রাণ দুর্যোগ শাখার বরাদ্ধে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২কেজি আলু ও দুই কেজি ডাল মিলে একটি প্যাকেট করা হয়েছে।বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন  , ফেরদৌস আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সংস্লিষ্ট সেনা কর্মকর্তা,ইউনিয়ন চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন ।এ সময় করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান সামিউল আমিন  ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

হাতীবান্ধায় ৩০০ বস্তা চাল সহ খাদ্য সামগ্রী বিতরণ হতদরিদ্রদের মাঝে

প্রকাশের সময় : ০৮:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
মোস্তাফিজুর রহমান : লালমনিরহাট প্রতিনিধিঃ= 
বাহিরে বের হওয়া নিষেধাজ্ঞায় খাদ্য সংকটের আশংকায় অস্বচ্ছল ও হতদরিদ্র ৩০০পরিবারের মাঝে ৩০০ বস্ততা চাল খাদ্য সামগ্রী   দুর্যোগ ব্যবস্হাপনা ও এাণ মন্ত্রণালয়ের অধিনে এ ত্রাণ বিতারণ করেন হাতীবান্ধা  উপজেলা প্রশাসন।শনিবার  (২৮মার্চ)  সকাল থেকে দুপুর পর্যন্ত  উপজেলা চত্বরে, মেডিকেল মোড়, হাটখোলা বাজার এলাকায় থাকা অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন   -‌বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামন রোধে বাহিরে না বের হতে সরকারী ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।বাহিরে বের হতে না পারলে খাদ্যের সংকট দেখা দিবে রিকশা চালক দিন মজুরও ভিক্ষুকদের পরিবারে।তাই ত্রাণ দুর্যোগ শাখার বরাদ্ধে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২কেজি আলু ও দুই কেজি ডাল মিলে একটি প্যাকেট করা হয়েছে।বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন  , ফেরদৌস আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সংস্লিষ্ট সেনা কর্মকর্তা,ইউনিয়ন চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন ।এ সময় করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান সামিউল আমিন  ।