সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাাতীবান্ধ উপজেলায় দিনরাত ছুটে চলছেন ইউএনও এসি ল্যান্ড পাশে নেই জনপ্রতিনিরা

মোস্তাফিজুর রহমান : লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ=

লালমনিরহাট  জেলার হাাতীবান্ধ উপজেলায় বেরে গেছে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরে আসা মানুুষের সংখ্যা তাই এই  উপজেলার হাটবাজারে নেমেছে  জনতার ঢল মানছে না করোনা ভাইরাস এর সচেতনতার দিকনির্দেশনা যদিও সরকার ও রোগতত্ব বিভাগ থেকে বলা হচ্ছে তাদেরকেও ১৪ দিন বাড়িতে থাকতে হবে তা না মেনে ছুটে চলছেন হাটবাজারে চায়ের আড্ডায় ভাইরাস ঝুঁকিতে পুরো উপজেলার মানুষ। উপজেেলা প্রশাসনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টিতে প্রতিদিন,    উপজেলা নির্বাহী অফিসার  সামিউল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী কমিশনার( ভূূমি) সামিমা সুলতানা,   সেনাাবাহিনী, পুলিশ, আনছার, সহ  করোনা ভাইরাস (CoVID 19) সংক্রমণ প্রতিরোধে  সরকারের  নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় ও জনসমাগম রোধ নিশ্চিতকরণে বড়খাতা, দইখাওয়া, মিলনবাজার, ডাকালীবান্ধা, কেতকিবাড়ি, শিমুলতলা, ঘুন্টি বাজার ও পারুলিয়া হাটে অভিযান পরিচালনা করছেন নিজে মাাইক দিয়ে ঘরেথাকুন নিজে নিরাপদে থাকুন এবং দেশকে নিরাপদ রাখতে সহায়তা করুন প্রচারনা করছেন। । এছাড়াও মাইকিং লিফলেট বিতরন করেন।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি প্রতিনিধিকে জানান। এদিকে   কোন জনপ্রতিনিধিকে দুুর্যগ মুহূর্তে মাঠে নেই তারা ঘড়েে বসে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ফেসবুকে পোস্ট নিয়ে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা

হাাতীবান্ধ উপজেলায় দিনরাত ছুটে চলছেন ইউএনও এসি ল্যান্ড পাশে নেই জনপ্রতিনিরা

প্রকাশের সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০

মোস্তাফিজুর রহমান : লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ=

লালমনিরহাট  জেলার হাাতীবান্ধ উপজেলায় বেরে গেছে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরে আসা মানুুষের সংখ্যা তাই এই  উপজেলার হাটবাজারে নেমেছে  জনতার ঢল মানছে না করোনা ভাইরাস এর সচেতনতার দিকনির্দেশনা যদিও সরকার ও রোগতত্ব বিভাগ থেকে বলা হচ্ছে তাদেরকেও ১৪ দিন বাড়িতে থাকতে হবে তা না মেনে ছুটে চলছেন হাটবাজারে চায়ের আড্ডায় ভাইরাস ঝুঁকিতে পুরো উপজেলার মানুষ। উপজেেলা প্রশাসনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টিতে প্রতিদিন,    উপজেলা নির্বাহী অফিসার  সামিউল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী কমিশনার( ভূূমি) সামিমা সুলতানা,   সেনাাবাহিনী, পুলিশ, আনছার, সহ  করোনা ভাইরাস (CoVID 19) সংক্রমণ প্রতিরোধে  সরকারের  নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় ও জনসমাগম রোধ নিশ্চিতকরণে বড়খাতা, দইখাওয়া, মিলনবাজার, ডাকালীবান্ধা, কেতকিবাড়ি, শিমুলতলা, ঘুন্টি বাজার ও পারুলিয়া হাটে অভিযান পরিচালনা করছেন নিজে মাাইক দিয়ে ঘরেথাকুন নিজে নিরাপদে থাকুন এবং দেশকে নিরাপদ রাখতে সহায়তা করুন প্রচারনা করছেন। । এছাড়াও মাইকিং লিফলেট বিতরন করেন।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি প্রতিনিধিকে জানান। এদিকে   কোন জনপ্রতিনিধিকে দুুর্যগ মুহূর্তে মাঠে নেই তারা ঘড়েে বসে।