
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বৃত্ত চিহ্নিত করণের মাধ্যমে দূরত্ব নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করেছে ধামরাই থানা পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এর নির্দেশনায় আজ শনিবার(২৮ মার্চ) ধামরাই বাজারের বিভিন্ন মুদি ও কাঁচা তরকারির দোকানের সামনে এসব বৃত্ত চিহ্নিত করা হয় বলে জানান ধামরাই থানার পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ মাসুদুর রহমান।
সরেজমিনে দেখা যায় ধামরাই বাজারের বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকানের সামনে লাল রং দিয়ে নিরাপদ দূরত্বে বৃত্ত চিহ্ন এঁকে দেয়া হয়েছে। গ্রাহকরা নির্দিষ্ট দূরত্বের এসব বৃত্তে দাঁড়িয়ে একের পর একজন পণ্য সংগ্রহ করছে।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, করোনা ভাইরাস কারো শরীর থেকে সহজেই যাতে অন্যের শরীরে সংক্রমণ ঘটাতে না পারে সেজন্য জরুরী প্রয়োজনে একের অধিক লোক একত্রিত হওয়ার জায়গায় নিরাপদ দূরত্বে দাঁড়ানোর নির্দেশনা রয়েছে। এই বিষয়টি নিশ্চিত করতেই জেলা পুলিশের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে সহজেই সাধারণ মানুষ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর সুযোগ পাবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, গণসচেতনতা তৈরী, গণজমায়েত বন্ধ ও বিশৃঙ্খলা প্রতিরোধসহ করোনা মোকাবেলায় নানা কর্মসূচি পালন করে আসছে ধামরাই থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho