
সুনামগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণসচেতনতা তৈরীর লে সেনাবাহিনীর টহল ও প্রচারাভিযান জোরদার করা হয়েছে।
রবিবার সকালে থেকে স্থানীয় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে সেনাসদস্য উপজেলার বিভিন্ন হাটবাজার ও সম্ভাব্য গণজমায়েত স্থলে প্রচারাভিযানে নামেন। এসময় সেনাবাহিনীর সদস্যরা জনসাধারনের মাঝে সাবান বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদর বাজার,বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার,ইসলামপুর চকবাজার,আনোয়াপুর,বালিজুড়ি বাজারসহ একাধিক গ্রামীনহাটে প্রচারাভিযান চালানো হয়।
এ সময় করোনা ভাইরাস নিয়ে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন না করা,গুজব না রটানো,আতংক সৃষ্টি না করা,বিনা প্রয়োজনে বসতবাড়ি হতে বের না হওয়া,হাট বাজারে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাঠ ব্যাতিত অন্যান্য দোকানপাঠ বন্ধ রাখা,ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া,মুখে মাস্ক,হাতে গ্লাবস ব্যবহার করা,করোনা ভাইরাসের লণ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা,নিত্য প্রয়োজনীয় জিনিস গণজমায়েত না হওয়া ও সরকারের জারিকৃত নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।
এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজেন ব্যনার্জী,সেনাবাহিনীর টহলকালীন প্রচারাভিযানে উপস্থিত ছিলেন সেনাসদস্যগন,বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার,বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হক,ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র,মনিরাজ শাহ,সহ একদল পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারন সম্পাদক মাসুক মিয়া জানান,সাড়ে ১২টায় সেনাবাহিনীর সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তার এক সাথেই হ্যান্ড মাইকে করোনা ভাইরাস রোধে প্রচার চালায়। এবং সবাইকে সর্তক থাকার আহবান জানান।