
রোগীদের চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠে নামবে সেনা মেডিক্যাল টিম।সেইসাথে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়লে তাদের চিকিৎসার জন্য যশোর সেনানিবাসের পাশে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হবে।
রবিবার(২৯শে মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ৮৮ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ কবীর।এদিকে যশোর জেলা প্রশাসক সকলের প্রতি আহ্বান জানিয়ে ঘরে থাকার নির্দেশ দিয়েছন।
করোনার প্রাদুর্ভাবরোধে কিকরণীয় সে বিষয়ে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা করেছে জেলা প্রশাসক,পুলিশ সুপার, সিভিল সার্জন ও সেনা কর্মকর্তাগণ।
সভায় জনসমাগম কমানো, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধিসহ চিকিৎসা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।সভা শেষে যশোর সেনানিবাসের ৮৮ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারলে আহমেদ কবীর সাংবাদিকদের ব্রিফিং করেন।
তিনি বলেন,মানুষ ঘর থেকে বের হতে পারছে না।ফলে করোনার বাইরেও নানা রোগে আক্রান্ত আছেন মানুষ।যারা চিকিৎসা সেবা পাচ্ছেন না।তাদের চিকিৎসাসেবার জন্য সেনা মেডিক্যাল টিম শিগগিরই কাজ শুরু করবে এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।একই সঙ্গে করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পেলে তাদের চিকিৎসার জন্য যশোর সেনানিবাসের পাশে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho