
রোকনুজ্জামান রিপন :=
যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন নভেল করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ লাইন্স যশোরের প্রতিটি জায়গায় ছিটিয়েছেন জীবানুনাশক স্প্রে। এসময় তিনি বলেন, পুলিশ লাইন্স যশোরে একাধিক পুলিশ সদস্য থাকে, তাদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা পুলিশ লাইন্সসহ শহরের বিভিন্ন স্থানে এই জীবানুনাশক স্প্রে কররো। যশোরে সর্বপ্রথম আমরাই করোনা ভাইরাস সম্পকে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছিলাম, নভেল করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রতিটি ইউনিট দিন-রাত কাজ করে চলেছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অপু সরোয়ার, যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ, যশোর কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।