শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ারেন্টাইন শেষে মালয়েশিয়ায় ফেরত বাঁকড়ার ইউপি সদস্যের মৃত্যু

নজরুল ইসলাম : ঝিকরগাছা ব্যুরো :=

১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার একদিন পর গোলাম মোস্তফা (৫৯) নামে এক ইউপি সদস্য মারা গেছেন।  তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (উজ্জ্বলপুর গ্রাম) সদস্য এবং মৃত আব্দুল মজিদের ছেলে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন। আছরবাদ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য গোলাম মোস্তফা ১৪ মার্চ মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার পর থেকে হোম কোয়ারেন্টানে ছিল। তিনি উপজেলা বিদেশ ফেরত তালিকার ৯৬৬ নম্বর ব্যক্তি। প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টানে রাখার জন্য তার হাতে বিদেশ ফেরত সীল ও বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছিল। ২৮ মার্চ তার ১৪ দিনের হোম কোয়ারেন্টানের মেয়াদ শেষ হয় এবং তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় চলাফেরা করেছেন।

ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার সকালে তার বাবার বুকের ভেতর ব্যাথা অনুভব করেন এবং কয়েকবার বমি করেছেন। পরে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও তিনি দুইবার মিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুর খবরে এলাকার মানুষের মাঝে করোনা ভাইরাস আতংক বিরাজ করে। তিনি বিদেশ থেকে ফিরেছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন খবর সারা এলাকায় ছড়িয়ে পড়ে। কিন্তু তার মুত্যর আগে করোনা ভাইরাসে আক্রান্তের কোন নমুনা দেখা দেয়নি বা তার পরিবারের কারোর মধ্যে করোনার কোন লক্ষণ নেই বলে তার পরিবার থেকে জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাবিবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তার শরীরে কোন করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়ে। তিনি সম্পুর্ন সুস্থ ছিলেন। তিনি করোনা নয়, হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার বলেন, হোম কোয়ারেন্টাইন শেষে গোলাম মোস্তফার করোনা আক্রান্তের কোনো লক্ষণ ছিল না। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ইসরায়েল ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়,তার জবাব হবে কঠোর-ইরানের প্রেসিডেন্ট

কোয়ারেন্টাইন শেষে মালয়েশিয়ায় ফেরত বাঁকড়ার ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
নজরুল ইসলাম : ঝিকরগাছা ব্যুরো :=

১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার একদিন পর গোলাম মোস্তফা (৫৯) নামে এক ইউপি সদস্য মারা গেছেন।  তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (উজ্জ্বলপুর গ্রাম) সদস্য এবং মৃত আব্দুল মজিদের ছেলে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন। আছরবাদ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য গোলাম মোস্তফা ১৪ মার্চ মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার পর থেকে হোম কোয়ারেন্টানে ছিল। তিনি উপজেলা বিদেশ ফেরত তালিকার ৯৬৬ নম্বর ব্যক্তি। প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টানে রাখার জন্য তার হাতে বিদেশ ফেরত সীল ও বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছিল। ২৮ মার্চ তার ১৪ দিনের হোম কোয়ারেন্টানের মেয়াদ শেষ হয় এবং তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় চলাফেরা করেছেন।

ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার সকালে তার বাবার বুকের ভেতর ব্যাথা অনুভব করেন এবং কয়েকবার বমি করেছেন। পরে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও তিনি দুইবার মিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুর খবরে এলাকার মানুষের মাঝে করোনা ভাইরাস আতংক বিরাজ করে। তিনি বিদেশ থেকে ফিরেছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন খবর সারা এলাকায় ছড়িয়ে পড়ে। কিন্তু তার মুত্যর আগে করোনা ভাইরাসে আক্রান্তের কোন নমুনা দেখা দেয়নি বা তার পরিবারের কারোর মধ্যে করোনার কোন লক্ষণ নেই বলে তার পরিবার থেকে জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাবিবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তার শরীরে কোন করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়ে। তিনি সম্পুর্ন সুস্থ ছিলেন। তিনি করোনা নয়, হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার বলেন, হোম কোয়ারেন্টাইন শেষে গোলাম মোস্তফার করোনা আক্রান্তের কোনো লক্ষণ ছিল না। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।