Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ১ এপ্রিল ২০২০
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল চৌধুরীর উদ্যোগে দু:স্থ গরীব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Shahriar Hossain
এপ্রিল ১, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

শেখ নাছির উদ্দিন : স্টাফ রিপোর্টার :=

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসোইন চৌধুরীর উদ্যোগে করোনা ভাইরাসে বেকার দু:স্থ অসহায় গরীব মানুষের সাহায্যার্থে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
বুধবার সকালে বেনাপোল কাস্টমস হাউসে ২৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি ডাউল এবং ২ কেজি আলু, ২ লিটার তেল,সাবান বিতরণ করা হয়।
বেনাপোল কাস্ট্মম হাউসের ডেপুটি কমিশনার শামীম আহমেদ, সহকারী কমিশনার আকরাম হোসেন, আই আর এম’ এর রাজস্ব কর্মাকর্তা নঈম মিরন, হেডকোয়ার্টার ইন্সপেক্টর আশরাফ হোসেন, সিএন্ডএফ স্টাফ এসোশিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের প্রচার সম্পাদক,এসএ টিভি ও বাংলা ইনসাইডারের সাংবাদিক শেখ নাছির উদ্দিন ও পোর্ট থানা পুলিশের কর্মকর্তারা এ সময়  উপস্থিত ছিলেন।
কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বলেন, পর্যায়ক্রমে বেনাপোল ও শার্শার বেকার গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হবে। তবে বেনাপোলের বিভিণ্ন অর্থশালী ব্যবসায়ীদের এসব মানুষের পাশে দাড়াতে হবে। বেনাপোল বিভিণ্ন ব্যবসায়ী সংগঠনকে সাথে নিয়ে খাদ্য সামগ্রী বিতরন প্রক্রিয়া চালিয়ে নিতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: