
রোকনুজ্জামান রিপন :=
করোনাভাইরাসের এই দুঃসময়ে বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের আরএন রোড শাহাজান কলোনীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ প্রাক্তন সংসদের আহ্বায়ক অ্যাড. সৈয়দ কবির হোসেন জনির আয়োজনে ৫ শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মিলন, যুবলীগ নেতা আজাহার হোসেন স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আমিরুল ইলাসম শান্ত, তহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজু, এস,এম রয়েল, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।