
মো: ইদ্রিস আলী ।।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস দিনের পর দিন মহামারি আকার ধারণ করছে। মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। প্রথমে অবহেলা করায় এখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। দিন দিন অবস্থার আরো অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৯৭০ জন। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বের যে কোনো দেশে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে পাঁচ হাজার ৪৮৯ জন।
এদিকে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেছে সব দেশকে। সেখানে আক্রান্তের সংখ্যা চার লাখ ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৩৩১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৭৪ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে তিন লাখ ৬৫ হাজার ৮২০ জন আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে তিন লাখ ৫৬ হাজার ৬৫১ জন চিকিৎসাধীন। যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৯ হাজার ১৬৯ জনের অবস্থা গুরুতর। যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।