সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

যশোরে জোড়ালাগা সেই জমজ শিশু কন্যা দুটি মারা গেছে

সম্রাট আকবর ।।  যশোরের চৌগাছা উপজেলায় বুক জোড়ালাগা নিয়ে জন্ম নেয়া সেই জমজ শিশু কন্যা যুগল মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শিশু দুটির নানাবাড়ি উপজেলার মসিয়ূর নগরে মারা যায় ।
আজ বুধবার বিকেলে  নানাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন জমজ শিশুদ্বয়ের পিতা উজ্জল হোসেন।গত ৩ এপ্রিল যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগা এই কন্যা যুগল। জমজ শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই। উপজেলার হাকিমপুর গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী খুরশিদা বুক জোড়া লাগা ওই জমজ শিশুর জন্ম দেন।

জন্মের একদিন পর শিশু দুটিকে নিয়ে খুরশিদা তার বাবার বাড়ি উপজেলার মসিয়ূর নগরে অবস্থান করছিলেন। জন্মের পর থেকে দুজনেই সুস্থ ছিল।  বুকজোড়া লাগা নিয়ে জন্ম নেয়া শিশুদুটিকে দেখতে উৎসুক জনতা দেখতে ভিড় করছিল।

জমজ শিশুকন্যা দুটির পিতা উজ্জল হোসেন মোবাইল ফোনে জানান, মঙ্গলবার রাত সাড়ে দশ দিকে তাদের মৃত্যু হয়। আজ বুধবার বিকেলে  জমজ কন্যা শিশুদুটিকে মসিয়ূর নগরে তাদের নানার বাড়িতে কবরস্থ করা হয়

 

 

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে জোড়ালাগা সেই জমজ শিশু কন্যা দুটি মারা গেছে

প্রকাশের সময় : ০৬:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
সম্রাট আকবর ।।  যশোরের চৌগাছা উপজেলায় বুক জোড়ালাগা নিয়ে জন্ম নেয়া সেই জমজ শিশু কন্যা যুগল মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শিশু দুটির নানাবাড়ি উপজেলার মসিয়ূর নগরে মারা যায় ।
আজ বুধবার বিকেলে  নানাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন জমজ শিশুদ্বয়ের পিতা উজ্জল হোসেন।গত ৩ এপ্রিল যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগা এই কন্যা যুগল। জমজ শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই। উপজেলার হাকিমপুর গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী খুরশিদা বুক জোড়া লাগা ওই জমজ শিশুর জন্ম দেন।

জন্মের একদিন পর শিশু দুটিকে নিয়ে খুরশিদা তার বাবার বাড়ি উপজেলার মসিয়ূর নগরে অবস্থান করছিলেন। জন্মের পর থেকে দুজনেই সুস্থ ছিল।  বুকজোড়া লাগা নিয়ে জন্ম নেয়া শিশুদুটিকে দেখতে উৎসুক জনতা দেখতে ভিড় করছিল।

জমজ শিশুকন্যা দুটির পিতা উজ্জল হোসেন মোবাইল ফোনে জানান, মঙ্গলবার রাত সাড়ে দশ দিকে তাদের মৃত্যু হয়। আজ বুধবার বিকেলে  জমজ কন্যা শিশুদুটিকে মসিয়ূর নগরে তাদের নানার বাড়িতে কবরস্থ করা হয়