প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২০, ১০:১৯ পি.এম
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জের ১১টি চিকিৎসক ও নার্সদের সুরক্ষাসামগ্রী প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি ।।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দ্বিতীয় দফায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ ১১টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের সুরক্ষাসামগ্রী প্রদান করেছেন।
বুধবার (৮ এপ্রিল) সকালে জেলার ১১টি উপজেলার হাসপাতালের জন্য ৭৫টি করোনা পরীক্ষাকরণ কিট, ১১০টি পিপিই,৩ হাজার সার্জিকেল মাস্ক, ৩৫টি সার্জিকেল চশমা ও ৬টি ডিজিটাল থার্মোমিটার মন্ত্রীর পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন এই সুরক্ষাসামগ্রী জেলার সিভিল সার্জন ডাঃ শামছুদ্দিনের হাতে তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ শামছুদ্দিন, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ৬৪টি পিপিই প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho