মামুন বাবু ।।
চীনের পক্ষ অবলম্বনের অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডাব্লিউএইচও) আর্থিক সহায়তা না দেয়ার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস মহামারি সংকটে বিশ্বের শীর্ষ নেতার এমন আচরণে হতবাক সংস্থটির প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসেস। প্রাণঘাতী ভাইরাসটি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে রাজনীতি না করে মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন তিনি।
চীনের সঙ্গে বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন টেড্রোস। তাতে মার্কিন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে চীনের পক্ষ নেয়ার অভিযোগ করেন। হুমকি দেন আর্থিক সহায়তা না দেয়ার। কিন্তু সময়টা যে হুমকি দেয়ার নয়, সেটা ট্রাম্প ও বিশ্ব নেতাদের মনে করিয়ে দিয়েছেন ডাব্লিউএইচওর মহাপরিচালক। তিনি বলেন, সব রাজনৈতিক দলের উচিত এখন তাদের মানুষদের বাঁচানোর পদক্ষেপ নেয়া। এই ভাইরাস নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।
এই বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও চীনকে একসঙ্গে লড়াইয়ের আহবান জানিয়েছে তিনি আরো বলেন, দয়া করে জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ থাকুন এবং রাজনীতির জন্য কোভিডকে ব্যবহার করবেন না। বৈশ্বিক পর্যায়ে সততার সঙ্গে সংহতি প্রকাশ করুন। যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে সৎ নেতৃত্ব দেখতে চাই। এই বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও চীনের একসঙ্গে লড়াই করা উচিত।
যুক্তরাষ্ট্রে হুহু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। চার লাখ ৩৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের। আর বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখের ওপর, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮৮ হাজারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho