
নজরুল ইসলাম : ঝিকরগাছা ব্যুরো ।। যশোরের ঝিকরগাছায় উফশী আউশ ও গ্রীস্মকালীন পেঁয়াজ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ৭৬০ জন কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে খরিপ-১ এর ২০২০-২১ মৌসুমে আধুনিক জাতের উচ্চ ফলনশীল (উফশী) আউশ ও গ্রীস্মকালীন পেঁয়াজ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতাই কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয় ।
প্রণোদনার মধ্যে রয়েছে ৭৫০ জন আউশ চাষীর জন্য বীজ ধান ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি ও গ্রীস্মকালীন ১০ জন পেঁয়াজ চাষীকে ২০০ গ্রাম পেঁয়াজ বীজ, ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে।
আজ বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবসর) ডাক্তার নাসির উদ্দীন।
এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে, প্রথমে দরকার কৃষি ও কৃষকের উন্নয়ন। তাই কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে। সরকারের দেয়া এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহাদেব কুমার দাশ, হাসানুজ্জামান পরাগ প্রমুখ।