বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় চাকরি হারালেন ১ কোটি ৬৮ লাখ আমেরিকান

ইকবাল  হোসেন ।। 

করোনার কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। পাশাপাশি এই সংক্রমণজনিত ধাক্কায় আর্থিক মন্দার মুখেও পড়েছে দেশটি। সর্বশেষ এক সপ্তাহেই চাকরি হারালেন ৬৬ লাখ মানুষ। খবর নিউইয়র্ক টাইমস।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ৪ এপ্রিল পর্যন্ত ৬৬ লাখ মানুষ বেকারত্ব বীমার জন্য আবেদন করেছেন। এর আগের দুই সপ্তাহে আরও ১ কোটি ২ লাখ নাগরিক একই আবেদন করেন। অর্থাৎ, করোনার কারণে আমেরিকায় ৩ সপ্তাহে ১ কোটি ৬৮ লাখ মানুষ চাকরি খুইয়েছেন।

করোনার ক্ষতি সামলে ইতিমধ্যে ২০০ কোটি ডলারের ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। তাতেও আশার আলো দেখছেন না অর্থনীতিবিদরা। তাদের আশঙ্কা, আগামী দিনে দেশটিতে মন্দা অবধারিত। সে ক্ষেত্রে চাকরি ছাঁটাইয়ের হারও বাড়বে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে।

এ দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কভিড-১৯) বৃহস্পতিবার আরও ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বুধবারের রেকর্ড মৃত্যু থেকে ১৯০ জন কম বলে জানিয়েছে এএফপি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস।

সিএনএন জানিয়েছে, নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জন মারা গেছে। সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৭২৫ জন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

করোনায় চাকরি হারালেন ১ কোটি ৬৮ লাখ আমেরিকান

প্রকাশের সময় : ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
ইকবাল  হোসেন ।। 

করোনার কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। পাশাপাশি এই সংক্রমণজনিত ধাক্কায় আর্থিক মন্দার মুখেও পড়েছে দেশটি। সর্বশেষ এক সপ্তাহেই চাকরি হারালেন ৬৬ লাখ মানুষ। খবর নিউইয়র্ক টাইমস।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ৪ এপ্রিল পর্যন্ত ৬৬ লাখ মানুষ বেকারত্ব বীমার জন্য আবেদন করেছেন। এর আগের দুই সপ্তাহে আরও ১ কোটি ২ লাখ নাগরিক একই আবেদন করেন। অর্থাৎ, করোনার কারণে আমেরিকায় ৩ সপ্তাহে ১ কোটি ৬৮ লাখ মানুষ চাকরি খুইয়েছেন।

করোনার ক্ষতি সামলে ইতিমধ্যে ২০০ কোটি ডলারের ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। তাতেও আশার আলো দেখছেন না অর্থনীতিবিদরা। তাদের আশঙ্কা, আগামী দিনে দেশটিতে মন্দা অবধারিত। সে ক্ষেত্রে চাকরি ছাঁটাইয়ের হারও বাড়বে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে।

এ দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কভিড-১৯) বৃহস্পতিবার আরও ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বুধবারের রেকর্ড মৃত্যু থেকে ১৯০ জন কম বলে জানিয়েছে এএফপি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস।

সিএনএন জানিয়েছে, নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জন মারা গেছে। সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৭২৫ জন।