বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

করোনা দমনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সামাজিক দূরত্ব : যুক্তরাষ্ট্র

প্রফেসর জিন্নাত আলী ।।  

করোনাভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি এখন পর্যন্ত । এ নিয়ে একাধিক দেশের বিজ্ঞানী ও গবেষকেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তবে এই ভাইরাস প্রতিরোধে এই মুহূর্তে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে দেখা হচ্ছে ‘সামাজিক দূরত্বকে’

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি’র ডিরেক্টর রবার্ট রেডফিল্ড এমনটাই জানিয়েছেন। সামাজিক দূরত্ব মেনে চলার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।রেডফিল্ডের ভাষ্য, এই সংক্রমণের বিরুদ্ধে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সামাজিক দূরত্ব।

তিনি বলেন, ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের কাছে এখন একটাই শক্তিশালী অস্ত্র আছে । আমাদের প্রতিরক্ষাহীন নই। সেই অস্ত্র হচ্ছে সামাজিক দূরত্ব। এই ভাইরাসে খুবই তাৎপর্যপূর্ণ একটি দুর্বলতা আছ, তা হচ্ছে ৭ ফিটের বেশি এটি যায় না।

রেডফিল্ড বলেন, আমরা যদি ন্যূনতম সামাজিক দূরত্ব রক্ষা করতে পারি, তাহলে ভাইরাসের সংক্রমণকে সীমিত করে ফেলতে পারি। এ ছাড়া কভিড-১৯ প্রতিরোধে অভ্যাস ও আচরণ পরিবর্তনের কথাও বলেন সিডিসি ডিরেক্টর। নিয়মিত শরীরচর্চা করা, ধূমপান থেকে বিরত থাকার বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দেন তিনি।

করোনা মোকাবিলায় মার্কিন জনগণের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।  রেডফিল্ড বলেন, আমেরিকান জনগণের প্রতিশ্রুতি দেখে আমি অবিশ্বাস্যভাবে বিস্মিত ও সন্তুষ্ট হয়েছি।এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

করোনা দমনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সামাজিক দূরত্ব : যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
প্রফেসর জিন্নাত আলী ।।  

করোনাভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি এখন পর্যন্ত । এ নিয়ে একাধিক দেশের বিজ্ঞানী ও গবেষকেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তবে এই ভাইরাস প্রতিরোধে এই মুহূর্তে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে দেখা হচ্ছে ‘সামাজিক দূরত্বকে’

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি’র ডিরেক্টর রবার্ট রেডফিল্ড এমনটাই জানিয়েছেন। সামাজিক দূরত্ব মেনে চলার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।রেডফিল্ডের ভাষ্য, এই সংক্রমণের বিরুদ্ধে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সামাজিক দূরত্ব।

তিনি বলেন, ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের কাছে এখন একটাই শক্তিশালী অস্ত্র আছে । আমাদের প্রতিরক্ষাহীন নই। সেই অস্ত্র হচ্ছে সামাজিক দূরত্ব। এই ভাইরাসে খুবই তাৎপর্যপূর্ণ একটি দুর্বলতা আছ, তা হচ্ছে ৭ ফিটের বেশি এটি যায় না।

রেডফিল্ড বলেন, আমরা যদি ন্যূনতম সামাজিক দূরত্ব রক্ষা করতে পারি, তাহলে ভাইরাসের সংক্রমণকে সীমিত করে ফেলতে পারি। এ ছাড়া কভিড-১৯ প্রতিরোধে অভ্যাস ও আচরণ পরিবর্তনের কথাও বলেন সিডিসি ডিরেক্টর। নিয়মিত শরীরচর্চা করা, ধূমপান থেকে বিরত থাকার বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দেন তিনি।

করোনা মোকাবিলায় মার্কিন জনগণের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।  রেডফিল্ড বলেন, আমেরিকান জনগণের প্রতিশ্রুতি দেখে আমি অবিশ্বাস্যভাবে বিস্মিত ও সন্তুষ্ট হয়েছি।এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস।