ঢাকা ব্যুরো ।।
গত ২৪ ঘন্টায় বাংলাদেশের রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। এই সময় মারা গেছেন ৪ জন। আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশ নতুন করে ১৩৯ জন শনাক্ত হয়েছেন। এই নিয়ে বাংলাদেশের মোট আক্রান্তের সংখ্যা ৬২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ জন রোগী মারা গেছেন। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ৩৪ জন রোগী মারা গেলেন।