
নুরুজ্জামান লিটন ।।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও নতুন আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, করোনা সঙ্কটে যারা ত্রাণ নিয়ে নয়-ছয় করছেন, তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, ত্রাণ নিয়ে কোনো প্রকার নয়-ছয় করতে দেব না। ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
সোমবার র্যাব ফোর্স থেকে বিদায়ের প্রাক্কালে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, এই সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না। মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণের অব্যবস্থাপনা ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। ত্রাণ কিংবা ভিজিপির চাল নিয়ে নয়-ছয় ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
র্যাব ডিজি বলেন, আবার কেউ কেউ এক সের চাল দিতে গিয়ে ২০ জন মানুষকে একত্রিত করছেন। যাদের সাহায্যের প্রয়োজন তাদের বাড়ি বাড়ি গিয়েও দিয়ে আসা যায়। এতে শৃঙ্খলা থাকে। লোকসমাগম করার তো দরকার নেই।
সবার উদ্দেশে তিনি বলেন, ন্যূনতম প্রয়োজন ছাড়া কোথাও বের হবেন না। এই পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়ার চিন্তাও করবেন না। এই মহামারি থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।