
মোস্তাফিজুর রহমান : লালমনিরহাট প্রতিনিধি ।।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সদ্য ভারত থেকে ফেরা ৬ ব্যাক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হযেছে। এছাড়া পাটগ্রাম উপজেলায় ঢাকা , চট্রগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিদের নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় হোম কোয়ারেন্টিনে রাখতে কাজ করছে উপজেলা প্রশাসন।ভাগ।মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইউএনও মো. মশিউর রহমানের নেতৃত্বে থানাপুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ অনেকে কাজ করছেন। তারা দেশের বিভিন্ন জেলা হতে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে ও ভারত থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা নিশ্চিত করতে নিয়মিত তদারকী করছেন।