রোকনুজ্জামান রিপন : যশোর ব্যুরো : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এক হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি যেয়ে দুপুর পর্যন্ত ত্রাণ পৌছে দেয়া হয়।
দেশের বর্তমান করোনা দুর্যোগ মোকাবেলা করতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়। মিনি ট্রাকে করে শিক্ষা বোর্ড সংলগ্ন এলাকা ও শেখহাটি থেকে বিতরণ শুরু করা হয়। তারপর ঘোপ, ধানপট্টি, বারান্দীপাড়া, উপশহরের ৭নং সেক্টর, এ ব্লক, ডি ব্লক, ই ব্লক, রেল স্টেশন এলাকাসহ ১২টি পয়েন্টে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীতে চাল, তেল, আলু, লবণ, ডাল, পেয়াজ, রসুন, গুড়া মরিচ, হলুদ ও সাবান দেয়া হয়।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন নিজে এই ত্রাণ দিয়ে যান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের হিসাব শাখার উপ-পরিচালক ইমদাদুল হক, উপ-সচিব রফিকুল ইসলাম, অডিট অফিসার আব্দুস সালাম আজাদ, অফিসার কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল মুকিত, ২১২১ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাকসুদ আল হাবিব বাপ্পু, কোষাধ্যক্ষ রাকিব হাসান, ২১২৭ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল প্রমুখ।
চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন বলেন, দেশের এই দুর্যোগে শিক্ষা বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখি ভাতা, একদিনের বেতন, রমজানের ইফতার ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের টাকাসহ তার তহবিল থেকে দুই লাখ টাকা দিয়ে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে। প্রথম পর্যায়ে এক হাজার পরিবারকে দেয়া হয়েছে। এছাড়া আরো দু’ধাপে ত্রাণ দেয়া হবে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho