শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংকটে নিজস্ব অর্থে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন

তানজীর মহসিন অংকন ।। 

করোনা সংকটে কর্মহীন মানুষের জন্য বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন যশোর -১  আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। শার্শা উপজেলায় প্রতিদিনই  ট্রাকযোগে গ্রামে গ্রামে খাদ্য পৌছে দেয়া হচ্ছে আফিল জুট মিল থেকে।   ইতিমধ্যে কর্মহীনদের জন্য তহবিল গঠন করে প্রসংশিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, কর্মহীন হয়ে পড়া শার্শা উপজেলার মানুষের জন্য রাতের আধারেও সেচ্ছাসেবীর মাধ্যমে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।

নিজের অর্থ দিয়ে কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে তিনি মানবতার দৃস্টান্ত স্থাপন করেছেন। নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন নিজের নির্বাচনী এলাকা শার্শা উপজেলায় কর্মহীন মানুষের। সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষকে খাদ্য সহায়তা  দিচ্ছেন তিনি।  বিশেষ করে বেনাপোল বন্দরে কর্মহীন ২০০০ শ্রমিকদের  খাদ্য সহায়তা দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে খোঁজ নিয়ে কর্মহীনদের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্য সহায়তা। এতে শার্শা উপজেলার মানুষও অনেক খুশি।

তারা বলছেন, চরম দুর্দিনে এমপি সাহেব তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে আমাদের খোঁজ নিচ্ছেন নিয়মিত।আমরা তার দীর্ঘা য়ু      কামনা করছি।

যশোরের শার্শা উপজেলায় অবস্থিত আফিল জুট উইভিং মিলস্ লিমিটেড এর ভিতর থেকে ট্রাক ট্রাক খাদ্য সামগ্রী ১১ টি ইউনিয়ন ও বেনাপোল পৌর সভা এলাকার অসহায়-দুস্থ পরিবারের কাছে পৌছে দিচ্ছেন এমপি শেখ আফিল উদ্দিন। জুট মিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ ১১টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা।

সাংসদ  শেখ আফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানুষের ্রএ্ই  দুর্দিনে তিনি মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছেন। শক্ত মনোবল নিয়ে তিনি খোঁজ নিচ্ছেন নির্বাচনী এলাকার অসহায় গরীব মানুষের। এই সময় কর্মহীন মানুষের পাশে দাড়ানো ছাড়া আর কোনো কাজ নেই তার।
করোনা বিস্তার রোধে জন সচেতনতার পাশাপাশি তিনি মানুষকে করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য সাহসও দিচ্ছেন। মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, ত্রানের জন্য বাইরে আসতে হবে না। ঘরে থাকলেই সময়মত খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় অর্থও পৌছে দেওয়া হবে। তার কথামত খাদ্য সহায়তা পৌছেও যাচ্ছে কর্মহীনদের ঘরে।

নির্বাচনী এলাকার শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান,ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমেও এলাকার মানুষের খোঁজ নিয়ে তাদের কাছে খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

করোনা সংকটে নিজস্ব অর্থে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন

প্রকাশের সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
তানজীর মহসিন অংকন ।। 

করোনা সংকটে কর্মহীন মানুষের জন্য বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন যশোর -১  আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। শার্শা উপজেলায় প্রতিদিনই  ট্রাকযোগে গ্রামে গ্রামে খাদ্য পৌছে দেয়া হচ্ছে আফিল জুট মিল থেকে।   ইতিমধ্যে কর্মহীনদের জন্য তহবিল গঠন করে প্রসংশিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, কর্মহীন হয়ে পড়া শার্শা উপজেলার মানুষের জন্য রাতের আধারেও সেচ্ছাসেবীর মাধ্যমে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।

নিজের অর্থ দিয়ে কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে তিনি মানবতার দৃস্টান্ত স্থাপন করেছেন। নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন নিজের নির্বাচনী এলাকা শার্শা উপজেলায় কর্মহীন মানুষের। সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষকে খাদ্য সহায়তা  দিচ্ছেন তিনি।  বিশেষ করে বেনাপোল বন্দরে কর্মহীন ২০০০ শ্রমিকদের  খাদ্য সহায়তা দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে খোঁজ নিয়ে কর্মহীনদের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্য সহায়তা। এতে শার্শা উপজেলার মানুষও অনেক খুশি।

তারা বলছেন, চরম দুর্দিনে এমপি সাহেব তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে আমাদের খোঁজ নিচ্ছেন নিয়মিত।আমরা তার দীর্ঘা য়ু      কামনা করছি।

যশোরের শার্শা উপজেলায় অবস্থিত আফিল জুট উইভিং মিলস্ লিমিটেড এর ভিতর থেকে ট্রাক ট্রাক খাদ্য সামগ্রী ১১ টি ইউনিয়ন ও বেনাপোল পৌর সভা এলাকার অসহায়-দুস্থ পরিবারের কাছে পৌছে দিচ্ছেন এমপি শেখ আফিল উদ্দিন। জুট মিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ ১১টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা।

সাংসদ  শেখ আফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানুষের ্রএ্ই  দুর্দিনে তিনি মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছেন। শক্ত মনোবল নিয়ে তিনি খোঁজ নিচ্ছেন নির্বাচনী এলাকার অসহায় গরীব মানুষের। এই সময় কর্মহীন মানুষের পাশে দাড়ানো ছাড়া আর কোনো কাজ নেই তার।
করোনা বিস্তার রোধে জন সচেতনতার পাশাপাশি তিনি মানুষকে করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য সাহসও দিচ্ছেন। মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, ত্রানের জন্য বাইরে আসতে হবে না। ঘরে থাকলেই সময়মত খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় অর্থও পৌছে দেওয়া হবে। তার কথামত খাদ্য সহায়তা পৌছেও যাচ্ছে কর্মহীনদের ঘরে।

নির্বাচনী এলাকার শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান,ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমেও এলাকার মানুষের খোঁজ নিয়ে তাদের কাছে খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।