প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২০, ৮:১৬ পি.এম
বরগুনার তালতলীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়াপদা মাঠে বাজার

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ-
সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সামাজিক দুরুত্ব বজায় রেখে বরগুনার তালতলীতে কাচাঁবাজার ও মাছ বাজার স্থানান্তর করে ওয়াপদা খোলা মাঠে বসানো হয়েছে।
আজ বুধবার (১৫এপ্রিল) সকালে উপজেলা নির্বাহীকর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সেলিম মিঞা"র উদ্যোগে কাচাঁবাজার ও মাছবাজার সরিয়ে তালতলী বাজার সংলগ্ন ওয়াপদা মাঠে বাজারের আয়োজন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে,সামাজিক দুরুত্ব বজায় রেখে সকাল থেকে ওয়াপদা খোলা মাঠে বেচা-কেনা শুরু হয়েছে।নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে প্রথম দিন ও মানুষের ভিড়।প্রত্যেকটি দোকান কমপক্ষে ৫-৭ফুট দুরুত্ব রেখে বসানো হয়েছে।বাজারটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের যাতায়াত করছে। ক্রেতারা জানান,ওয়াপদা খোলা মাঠে হওয়ার কারনে
সামাজিক দুরুত্ব বজায় রাখা সম্ভব হয়েছে।কাচাঁবাজার ও মাছ বাজারের সাথে গোশতের দোকান গুলো উঠলে বাজার করতে আসা সবার সুবিধা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রেজবীউল কবির জোমাদ্দার জনান,নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারটিতে ক্রেতা সাধারণের ভিড় লেগেই থাকে। তাই জনসমাগম এড়াতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা জানান,করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে এ সিদ্ধান্ত এবং প্রতিদিন এই দোকান গুলো সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বেচা-কেনা করতে পারবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho