সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক বাজিতপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় গয়াছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাজিতপুুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়,বৃহস্পতিবার সকালে বাজিতপুর গ্রামের রুহুল আমিনের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে গয়েছ আলীর জমিজমা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গয়েছ আলী উত্তেজিত হয়ে জাহাঙ্গীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত জাহাঙ্গীরকে স্বজনরা দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গয়াছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ আবুল হাসেম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় গয়াছ আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।