মো: ইদ্রিস আলী ।।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবাই ঘরবন্দী। এই সময়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সরকার ও দেশের সম্পদশালী মানুষেরা ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছেন। শোবিজ তারকারাও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এবার ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।
জানা যায়, ধানমন্ডি, হাজারীবাগ বউবাজার এলাকার ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ বিতরণের ব্যবস্থা করেন।শাওন জানান, ‘লক্ষ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও সবাই কিন্তু প্রাণ হারাচ্ছেন না। এদের মধ্যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন। আমি-আমরা সবাই মিলে চেষ্টা করলে করোনাভাইরাস প্রতিরোধ করা অসম্ভব কিছু না।’