সিএনএনও জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। তবে সবশেষ ২৪ ঘণ্টার হিসেব তুলে ধরেনি তারা।একদিনে দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৯০ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার।করোনায় মৃত্যুর মিছিল বেশি নিউ ইয়র্কে। প্রদেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৭১ জন। ‘সম্ভাব্য’ নতুন মৃতের সংখ্যা জানানো হয় ৪,১৪১ জন।প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। এই হার কমার কোনো নমুনা দৃশ্যত না দেখা গেলেও চলমান লকডাউন ‘ধাপে ধাপে’ উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনায় এখন পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত সাড়ে ২১ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ১ লাখ ৪৫ হাজার।মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২১ হাজার ১০০ ছাড়িয়েছে। আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৬৯ হাজার ছুঁই ছুঁই।
করোনায় ১৯ হাজার ৩০০ ছাড়ানো মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে আছে স্পেন। ১ লাখ ৮৫ হাজার ছুঁই ছুঁই আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা।আক্রান্ত ও মৃত্যুতে চতুর্থস্থানে ফ্রান্স। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার।মৃত্যুতে পঞ্চমস্থানে আছে যুক্তরাজ্য, সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে।বাংলাদেশের প্রতিবেশী ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪০০ ছাড়িয়েছে; মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৪০০।বৃহস্পতিবার বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৭২ জন। মৃত্যু হয়েছে ৬০ জনের।