
গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে এক যুবককে হত্যার ঘটনায় পুলিশের এএসআই ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমার সরকারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় কিশোরের কাছ থেকে তার ব্যবহৃত পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্ধ করা হয়।কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সানোয়ার জাহান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের চাপাই ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় কিশোর কুমারের গুলিতে মো. শহীদ (৩০)
নামের এক যুবক নিহত হন। এছাড়া মঈন উদ্দিন (৩২) নামের আরেকজন গুলিবিদ্ধ হন। অভিযুক্ত কিশোর কুমার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায় তারা এলাকায় আড্ডা দিতেন ও নেশা করে বেড়াতেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেন এবং নেশা করেন।
পুলিশ ধারণা করছে, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জেরে কিশোরের কাছে থাকা পিস্তল দিয়ে শহীদ ও মঈনকে গুলি করেন।এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ ঘটনাস্থলেই মারা যান এবং মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়।
গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এলে কিশোর দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানাপুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ছাড়া নিহত শহীদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনার পর থেকে এএসআই কিশোর পলাতক ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho