
প্রাণঘাতী করোনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করবে বিএনপি।শনিবার (১৮ এপ্রিল) জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের উদ্যোগ কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মহামারি করোনাভাইরাস সংক্রমণের আত্মরক্ষার্থে সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হবে।
১১টায় ইব্রাহিম কার্ডিয়াক শাহবাগ যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, ড্যাবের সভাপতি ডাক্তার হারুনুর রশিদ উপস্থিত থাকবেন। সাড়ে ১১টায় কেয়ার মেডিকেল কলেজ আসাদগেট মিরপুর রোড বিএনপির সাবেক সাংসদ সদস্য জাহির উদ্দিন স্বপন, ড্যাবের মহাসচিব ডাক্তার আব্দুস সালাম উপস্থিত থাকবেন।
দুপুর ১২টায় মার্কস মেডিকেল কলেজে মিরপুর ১৪ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ড্যাবের কোষাধ্যক্ষ ডাক্তার জহিরুল ইসলাম শাকিল উপস্থিত থাকবেন। দুপুর ১টায় সেন্ট্রাল হাসপাতাল গ্রিন রোডে ফজলুল হক মিলন সাংগঠনিক সম্পাদক, ডাক্তার শাহীদ হাসান উপস্থিত থেকে এ সব পিপিই বিতরণ করবেন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho