
তানজীর মহসিন অংকন ।।
বেনাপোলের পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান করেনা ভাইরাসে গৃহবন্দি অসহায়, দুস্থ:ও কর্মহীনদের কষ্টের কথা ভেবে আর্ত মানবতার সেবায় মানুষের পাশে আছেন গত ২৮ মার্চ থেকে আজ পর্যন্ত । দীর্ঘ ২৪ দিন ধরে নিজ ইউনিয়ন পুটখালীতে নিজস্ব অর্থায়নে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। নিজস্ব ৬০ জন সেচ্ছাসেবক বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন তার দেওয়া খাদ্র সামগ্রী।
চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান, পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক আবুল মোড়ল, আওয়ামীলীগ নেতা আব্দুস সবুর, রহমতউল্লাহ,আনোয়ারুল ইসলাম,দেলোয়ার হোসেন পলাশ, সামাউল ইসলাম, ফজলুর রহমান, মমিনুর রহমান, নূরুজ্জামান টিংকু, গোলাম মোস্তফা, ফারুক হোসেন প্রমুখ।
সেচ্ছাসেবক রহমত উল্লাহ বলেন, মহৎ উদার দানশীল ভাল মানসিকতা সম্পন্ন চেয়ারম্যান হাদিউজ্জামান। যিনি গোটা পুটখালীকে আলোর মুখ দেখিয়েছেন। তিনি বিগত ২৪ দিন ধরে করোনায় ঘরে থাকা অসহায় কর্মহীন ২ হাজার মানুষের খাদ্য সহায়তা দিয়েছেন। যা আজ পর্যন্ত অব্যহত আছে।
চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান বলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নির্দেশে করোনা ভাইরাসে লকডাউন হওয়ায় পুটখালী ইউনিয়নে অনেক কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। দিন আনা দিন খাওয়া অনেকে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে। তাই আর্ত মানবতার সেবায় নিজস্ব অর্থায়নে কর্মহীন, অসহায়, দিন মুজুর ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। তিনি বলেন খাদ্র সামগ্রীর মধ্যে রয়েছে, চাল , আলু, ডাল ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ভবিষ্ ্যতে খাদ্য সহায়তা অব্যহত থাকবে।