সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে আক্রান্ত ৮০ শতাংশেরই করোনা উপসর্গ নেই!

ঢাকা প্রতিনিধি

নভেল করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৫৬৫ জন। তবে দেশটিতে আক্রান্তদের অধিকাংশেরই কোনো উপসর্গ নেই।

প্রায় একমাস যাবৎ লকডাউনের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা যখন ২০ হাজার ছুঁইছুঁই, সেই মুহূর্তে এমন তথ্য সামনে আনলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর গবেষকেরা।

এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে গবেষক রমণ আর গঙ্গাখেড়কর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গঙ্গাখেড়কর বলেন, ‘এখনো পর্যন্ত যত জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের ৮০ শতাংশের মধ্যেই কোনো উপসর্গ দেখা যায়নি। তাই উপসর্গহীনদের কীভাবে শনাক্ত করা যাবে, তা-ই এখন আমাদের প্রধান দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। কারণ সংক্রমিত ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছেন, জনে জনে গিয়ে তাঁদের পরীক্ষা করে দেখা ছাড়া আর কোনোভাবে নতুন করে কেউ সংক্রমিত হয়েছেন কিনা, তা বোঝার উপায় নেই।’

উপসর্গহীনদের শনাক্ত করতে পদ্ধতিগত কোনো পরিবর্তন ঘটানো সম্ভব কীনা? এমন প্রশ্নের জবাবে গঙ্গাখেড়কর বলেন, ‘আর কি পরিবর্তন করা যাবে? তেমন কোনো সম্ভাবনা তো দেখছি না। কোথাও সংক্রমণ ধরা পড়লে বা হটস্পটগুলিতে গিয়ে সেখানকার মানুষের ইনফ্লুয়েঞ্জার মতো রোগ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আর কী পদক্ষেপ করা যেতে পারে জানি না।’

এর আগে উপসর্গহীনদের নিয়ে এর আগে দুশ্চিন্তা প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

রবিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, সম্প্রতি ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করেন তারা। তার মধ্যে ১৮৬ জনের শরীরে কভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। এই আক্রান্তদের কেউই আগেভাগে কিছু টের পাননি বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সেপ্টেম্বরে আন্তধর্মীয় সংলাপ হবে বাংলাদেশে

ভারতে আক্রান্ত ৮০ শতাংশেরই করোনা উপসর্গ নেই!

প্রকাশের সময় : ০৮:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০

ঢাকা প্রতিনিধি

নভেল করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৫৬৫ জন। তবে দেশটিতে আক্রান্তদের অধিকাংশেরই কোনো উপসর্গ নেই।

প্রায় একমাস যাবৎ লকডাউনের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা যখন ২০ হাজার ছুঁইছুঁই, সেই মুহূর্তে এমন তথ্য সামনে আনলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর গবেষকেরা।

এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে গবেষক রমণ আর গঙ্গাখেড়কর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গঙ্গাখেড়কর বলেন, ‘এখনো পর্যন্ত যত জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের ৮০ শতাংশের মধ্যেই কোনো উপসর্গ দেখা যায়নি। তাই উপসর্গহীনদের কীভাবে শনাক্ত করা যাবে, তা-ই এখন আমাদের প্রধান দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। কারণ সংক্রমিত ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছেন, জনে জনে গিয়ে তাঁদের পরীক্ষা করে দেখা ছাড়া আর কোনোভাবে নতুন করে কেউ সংক্রমিত হয়েছেন কিনা, তা বোঝার উপায় নেই।’

উপসর্গহীনদের শনাক্ত করতে পদ্ধতিগত কোনো পরিবর্তন ঘটানো সম্ভব কীনা? এমন প্রশ্নের জবাবে গঙ্গাখেড়কর বলেন, ‘আর কি পরিবর্তন করা যাবে? তেমন কোনো সম্ভাবনা তো দেখছি না। কোথাও সংক্রমণ ধরা পড়লে বা হটস্পটগুলিতে গিয়ে সেখানকার মানুষের ইনফ্লুয়েঞ্জার মতো রোগ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আর কী পদক্ষেপ করা যেতে পারে জানি না।’

এর আগে উপসর্গহীনদের নিয়ে এর আগে দুশ্চিন্তা প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

রবিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, সম্প্রতি ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করেন তারা। তার মধ্যে ১৮৬ জনের শরীরে কভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। এই আক্রান্তদের কেউই আগেভাগে কিছু টের পাননি বলে জানান তিনি।