বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

আলহাজ্ব মতিয়ার রহমান ।। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাময়িকভাবে অভিবাসন স্থগিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন। করোনা সংক্রমণে স্বাস্থ্য ও অর্থনৈতিক বিরুপ পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপ নিচ্ছেন তিনি।

আমেরিকান নাগরিকদের চাকরি সুবিধা নিশ্চিত করতে ‘অদৃশ্য শত্রুর আক্রমণের প্রেক্ষিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এক টুইট বার্তায়।তবে এটা স্পষ্ট নয় যে, এই স্থগিতাদেশের ক্ষেত্রে কী ধরনের কৌশল ব্যবহার করতে যাচ্ছেন। আর কতদিনই বা এই আদেশ স্থায়ী হবে।এ দিকে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

স্থানীয় সময় সোমবার রাত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন ১,৪৩৩ জনের মৃত্যু হয়েছে। তাতে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,০৯৪ জন, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।

আক্রান্তের তালিকায়ও শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার।করোনায় সবচেয়ে বেশি ভুগছে, নিউ ইয়র্ক সিটি। শহরটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। তবে সংখ্যাটা কিছুটা কমতির দিকে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। সোমবার তিনি জানান, নগরীতে ২৪ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা ৪৭৮ জন, যা গত দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

করোনা: যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

প্রকাশের সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

আলহাজ্ব মতিয়ার রহমান ।। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাময়িকভাবে অভিবাসন স্থগিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন। করোনা সংক্রমণে স্বাস্থ্য ও অর্থনৈতিক বিরুপ পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপ নিচ্ছেন তিনি।

আমেরিকান নাগরিকদের চাকরি সুবিধা নিশ্চিত করতে ‘অদৃশ্য শত্রুর আক্রমণের প্রেক্ষিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এক টুইট বার্তায়।তবে এটা স্পষ্ট নয় যে, এই স্থগিতাদেশের ক্ষেত্রে কী ধরনের কৌশল ব্যবহার করতে যাচ্ছেন। আর কতদিনই বা এই আদেশ স্থায়ী হবে।এ দিকে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

স্থানীয় সময় সোমবার রাত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন ১,৪৩৩ জনের মৃত্যু হয়েছে। তাতে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,০৯৪ জন, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।

আক্রান্তের তালিকায়ও শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার।করোনায় সবচেয়ে বেশি ভুগছে, নিউ ইয়র্ক সিটি। শহরটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। তবে সংখ্যাটা কিছুটা কমতির দিকে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। সোমবার তিনি জানান, নগরীতে ২৪ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা ৪৭৮ জন, যা গত দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।