
বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন গৃহবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দুপুরের বাগেরহাট সদরের গোটাপাড়া ও মুনিগঞ্জ সেতুর নীচে বসবাসরত কর্মহীন এ মানুষদের মাঝে ত্রান বিতরণ করে সেনাসদস্যরা।এখানে দায়িত্বরত সেনাবাহিনীর লেঃ সাইফুল্লাহ খান জানান, বাগেরহাট জেলাসদর, মোড়েলগঞ্জ, শরনখোলা ও ফকিরহাট উপজেলার করোনা আতংকে গৃহবন্ধি কর্মহীন সহস্রাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।এ কার্যক্রম অব্যাহত থাকবে।