
মোস্তাফিজুর রহমান : লালমনিরহাট প্রতিনিধিঃ ।। সরকারি সাহায্য ছাড়াও নিজস্ব অর্থায়নে ঘড় বন্দি মানুষের ঘরে ঘরে ৯টি ওয়াডে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল খাদ্যসামগ্রী বিতরণ করে। (২১ এপ্রিল)থেকে দিনব্যাপী বাড়িতে বাড়িতে গিয়ে ঐ ইউনিয়নের ২৫০ টি কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এবিষয়ে কথা হলে ওই ইউপি চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমান বলেন, দেশের মানুষ আজ করোনাভাইরাসের আতংকে এক ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করছে। বাহিরে কাজকর্ম করতে না পাড়ায় তাদের পকেটে আজ যেমন নেই টাকা, তেমনি ঘরে নেই খাদ্য। তাদের দুঃখদুর্দশার কথা চিন্তা করে আমি সরকারের পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এই খাদ্যসামগ্রী বিতরণ চলমান থাকবে বলে তিনি জানান। ইউনিয়নবাসী কে এই করোনা মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরে, সামাজিক নিরাপত্তা বজা রেখে চলাফেরা করা এবং প্রয়োজন ছাড়া বাহিরে ঘোরাফেরা না করার জন্য তিনি আহ্বান জানান।